লিখবো না আর তোমায় নিয়ে – ইসমাইল আরমান

লিখবো না আর তোমায় নিয়ে                 ইসমাইল আরমান। ক্লান্ত দুপুরে ব্যস্ততার ভিড়ে মনে পড়ে আজ লিখবো তোমায় নিয়ে। সন্ধ্যা নামে ব্যস্ত নগরীতে লিখবো ভাবি তোমায় নিয়ে। ঘুম বিহীন কাটে সারা রাত নির্ঘুম রাত শেষে ঊষা লগ্নে বসলাম যখন তোমায় নিয়ে। আবার ভাবি লিখবো বলে কিছুই...

বলা হলো না – ইসমাইল আরমান

বলা হলো না                        ইসমাইল আরমান। বলবো বলবো ভেবে বলা হলো না ইচ্ছে ছিল একই পথে চলবো দুজনা একই পথে চলা হলো না কত কথাই ছিল জমা বলা হলো না। সংশয়ে সংকিত থাকা সারাক্ষণ বলতে গিয়ে থমকে দাঁড়ায় মন আমার শহর জুড়ে কুয়াশার ছাঁয়া নীরবে জমা ব্যথা। মনে পড়ে রোজ...

ফিরে দেখা বাঁইশ – ইসমাইল আরমান

 ফিরে দেখা বাঁইশ                 ইসমাইল আরমান। বাঁইশ তুই এসেছিলি আবার চলেও গেলি দিয়ে গেলি শুধু হতাশার ছোঁয়া। শুরুটা হতাশায়, শেষ টাও হতাশায় মাঝে ফেলেছিস দ্বিধাদ্বন্দ্বে। সকলের মতো চেয়েছিলাম থাকতে ভালো কিন্তু পাইলাম না সফলতার দেখা। পাবো ভেবে বছরটা গেলো পাইলাম না...
PayPal is coming to Bangladesh in December!

PayPal is coming to Bangladesh in December!

PayPal, an online payment processor, will be launched in Bangladesh next December, said Salman F Rahman, private industry and investment adviser to Prime Minister Sheikh Hasina. He said this while visiting the Walton factory at Chandra in Gazipur at 10 am on Saturday....
x