ফিরে দেখা বাঁইশ
ইসমাইল আরমান।
বাঁইশ তুই এসেছিলি আবার চলেও গেলি
দিয়ে গেলি শুধু হতাশার ছোঁয়া।
শুরুটা হতাশায়, শেষ টাও হতাশায়
মাঝে ফেলেছিস দ্বিধাদ্বন্দ্বে।
সকলের মতো চেয়েছিলাম থাকতে ভালো
কিন্তু পাইলাম না সফলতার দেখা।
পাবো ভেবে বছরটা গেলো
পাইলাম না তাহার দেখা।
কিন্তু ভুলটা তো আমারই ছিল
হয়ে গেলো সব কালো।
সফলতার হাতছানি
ধরা দিল না আর এই তরী।